নোটিশ ও নিয়মাবলী

শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জন্য সংক্ষিপ্ত নিয়মাবলী

আসসালামু আলাইকুম।

কুরআন শিক্ষা একাডেমির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জন্য সংক্ষিপ্ত নিয়মাবলী :
১. প্রত্যেক শিক্ষার্থী ভর্তি কনফার্ম করার পর একাডেমি থেকে যেই ক্লাস সিডিউল এবং জুম লিংক কনফার্ম করে দেওয়া হবে সেই সিডিউলের নির্দিষ্ট সময়ে ক্লাসে জয়েন হতে হবে লেইট করা যাবে না, কারন টিচারের এই ক্লাসের পরে অন্য ক্লাস আছে।
যদি কোন শিক্ষার্থীর ক্লাস সিডিউল চেইঞ্জ করার প্রয়োজন হয় তাহলে একাডেমিতে জানাবেন একাডেমি থেকে চেইঞ্জ করে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

২. কোনো কারনে ক্লাসে জয়েন করতে না পারলে কমপক্ষে এক ঘন্টা পূর্বে উস্তাদকে ফোন দিয়ে জানিয়ে দিতে হবে। পূর্বে না জানিয়ে নির্ধারিত সময়ে ক্লাস করতে না পারলে উস্তাদ পরবর্তী সময়ে ক্লাস গ্রহণ করতেও পারেন, কিংবা চাইলে নাও করাতে পারেন। এক্ষেত্রে উস্তাদ এর ইচ্ছা চূড়ান্ত বলে বিবেচিত হবে।
তবে শিক্ষক এর পক্ষ থেকে ক্লাস মিস দিলে শিক্ষক নিজ দায়িত্বে ঐ মাসের মধ্যে মেকাপ ক্লাস নিবেন।

৩. একের অধিক ক্লাস হতে ছুটি দরকার হলে একাডেমির সাথে ফোনে কথা বলে ছুটির আবেদন করতে হবে। ছুটি গ্রহণ পূর্বক ক্লাসে অনুপস্থিত থাকলে তার বেতন পরিশোধ করতে হবে।
(অর্থাৎ কোনো শিক্ষার্থী নিজস্ব ব্যস্ততার কারনে কোনো ক্লাস মিস দিলে তার মাসিক বেতন এর থেকে কোনোরকম কম করা হবে না। তাকে সম্পূর্ণ বেতন পরিশোধ করতে হবে ।

৪. ১মাস এর কম সময়ে ক্লাস বন্ধ রাখলে অবশ্যই ফুল বেতন পরিশোধ করতে হবে। (যেমন কেউ পরীক্ষার কারনে ১৫দিন ক্লাস বন্ধ রাখলো)

৫. শিক্ষার্থী/গার্ডিয়ান এর পক্ষ থেকে টিচার এবং ক্লাস সম্পর্কিত যেকোনো অভিযোগ থাকলে অফিস থেকে প্রদানকৃত ফোন নাম্বারে যোগাযোগ করে অভিযোগ জানাবেন ইনশাআল্লাহ আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো। এবং টিচার চেইঞ্জ করতে চইলে টিচার চেইঞ্জ করে দেওয়া হবে ।

৬. একাডেমির পক্ষ থেকে মাসে ১ বার শিক্ষার্থী বা গার্ডিয়ানের কাছ থেকে ফোনের মাধ্যমে শিক্ষার্থীর পড়ালেখার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে ইনশাআল্লাহ। এবং পড়ালেখার মানোন্নয়ন বিষয়ে কোন পরামর্শ বা অভিযোগ থাকিলে তা শোনা হবে ইনশাআল্লাহ।

৭. একাডেমির কোন টিচারের পার্সোনাল ভাবে স্টুডেন্ট পড়ানো এবং তাদের সাথে লেনদেন করা সম্পুর্ন নিষেধ। টিচারের সাথে এই দুইটা কাজ না করার অনুরোধ করা
হলো।

৮. বেতন পরিশোধ করার ক্ষেত্রে আমরা খুবই সতর্কতা অবলম্বন করব ইনশাআল্লাহ। একাডেমির নির্ধারিত বিকাশ বা ব্যাংক একাউন্ট নম্বর ব্যাতিত অন্য কোন নম্বরে টাকা পাঠাবো না এবং টাকা পাঠানোর পর একাডেমিকে ডকুমেন্ট সহ মেসেজ বা ফোনের মাধ্যমে কনফার্ম করতে হবে ইনশাআল্লাহ।
বেতন পরিশোধ করার ক্ষেত্রে উপরোক্ত পদ্ধতি অবলম্বন না করা হয় তাহলে বেতন পরিশোধ বলে গণ্য হবে না।

 

৯. প্রত্যেক মাসের ২৭ তারিখে একাডেমির পক্ষ থেকে ম্যাসেজের মাধ্যমে বেতন প্রদান করার একাউন্ট নাম্বার দেওয়া হবে।পরবর্তী মাসের ৫ তারিখের বিতর শুধুমাত্র একাডেমির নির্ধারিত একাউন্ট নাম্বারে বেতন পরিশোধ করতে হবে।
বেতন পরিশোধ করার পর অবশ্যই ফোন/ম্যাসেজ দিয়ে কনফার্ম করে নিতে অন্যথায় বেতন পরিশোধ হবে না।

১০. নির্ধারিত সময়ের মাঝে বেতন পরিশোধ করতে সক্ষম না হলে ৫ তারিখের পূর্বেই অফিসে ফোন/ম্যাসেজ দিয়ে জানিয়ে দিতে হবে।

১১. যেকোনো মাসের ১৫ তারিখের পূর্বে ক্লাস শুরু করলে উক্ত মাসের পুরো বেতন পরিশোধ করতে হবে।আর মাসের ১৫ তারিখের পরে ক্লাস শুরু করলে উক্ত মাসের অর্ধেক বেতন পরিশোধ করতে হবে।

১২.ভর্তি বাতিল করতে চাইলে কমপক্ষে পনের (১৫) দিন পূর্বে অফিসে জানিয়ে
রাখতে হবে। এর বাইরে কোনোরকম নোটিশ ছাড়া আকস্মিক কোনো সময়ে ভর্তি বাতিল করার সুযোগ নেই ।
উপরোক্ত নিয়মাবলী সকলকে মেনে চলার অনুরোধ করা হলো এবং কারো কোনো আপত্তি থাকলে +880 1959185067 এই নাম্বারে জানানোর অনুরোধ করছি।

বি:দ্র: যেহেতু আপনাদের বেতনের উপর টিচারদের বেতন ও একাডেমির সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে বিধায় একাডেমির দেওয়া নির্ধারিত সময়ে বেতন করার জন্য আপনাদের একান্ত কামনা করছি।

× How can I help you?